তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা

EIIN Number : 108522

Notice

Admission Notice | ১ম অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা | বার্ষিক কর্মসম্পাদন চুক্তি | Student Profile Form | ৭ম শ্রেণির মূল্যায়ন সময়সূচি | ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের সময়সীমা বৃ্দ্ধিকরণ | শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার বিষয়ে ব্যাখ্যা | নোটিশ- বার্ষিক পরীক্ষার আসন বিন্যাসের জন্য শ্রেণি কার্যক্রম | নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। | বার্ষিক পরীক্ষার রুটিন-২০২৩ | ভর্তি বিজ্ঞপ্তি - ২০২৪ | ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন রুটিন-২০২৩ | শীতকালীন সময়সূচি (১লা অক্টোবর থেকে কার্যকর) | ডেঙ্গু প্রতিরোধে করণীয় | ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকা সংশোধনী প্রসঙ্গে | নিত্য নতুন আপডেট পেতে ফেসবুকে যুক্ত হউন |

ভৌত অবকাঠামো

বিদ্যালয়টিতে একটি এল টাইপ তিনতলা ভবনএকটি দোতলা ভবন ও একটি পাঁচতলা ভবন রয়েছে।

প্রশাসনিক ভবন নামে পরিচিত  তিনতলা ভবনের নিচতলায় প্রধান শিক্ষকের কক্ষসহকারী প্রধান শিক্ষকদ্বয়ের কক্ষ ও অফিস কক্ষ

 

 উত্তর ভবন নামে পরিচিত তিনতলা ভবনের নিচতলায় রেকর্ড রুমশিক্ষক মিলনায়তন ছাড়াও আটটি কক্ষে শ্রেণির কাজ পরিচালিত হয়। দ্বিতীয় তলায় গার্হস্থ্যবিজ্ঞান ল্যাবমহিলাদের নামাজের কক্ষপরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষপদার্থ বিজ্ঞান ল্যাবরসায়ন ল্যাবজীববিজ্ঞান ল্যাব ছাড়াও ছয়টি কক্ষে শ্রেণির কাজ পরিচালিত হয়। তিনতলায় রয়েছে শুধুমাত্র ছাত্রীদের জন্য চৌদ্দটি শ্রেণিকক্ষ এবং ওয়াশরুম। ভবনটির পূর্ব ও পশ্চিম দিকে রয়েছে উঠানামার সিড়ি।

 

পূর্ব ভবন নামে পরিচিত দোতলা ভবনটির নিচতলার ছয়টি কক্ষের একটিতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের আবাসিক কক্ষ। বাকী পাঁচটি স্টোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। দোতলার ছয়টি কক্ষে শ্রেণির কাজ পরিচালিত হয়। উক্ত ভবনটির সাথে তিনতলা ভবনের সংযোগ রয়েছে একটি ছোট ব্রিজের মাধ্যমে।

 

দক্ষিণ ভবন নামে পরিচিত পাঁচতলা ভবনের নিচতলায় রয়েছে একটি হলরুম ও ক্রীড়া কক্ষ দোতলায় রয়েছে তিনটি শ্রেণিকক্ষ এবং স্কাউট ডেন। তিনতলায় রয়েছে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম ও বঙ্গবন্ধু আর্কাইভ সজ্জিত সুবিশাল লাইব্রেরি। চারতলায় রয়েছে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব ও রেডক্রিসেন্ট কক্ষ। পাঁচতলায় রয়েছে তিনটি শ্রেণিকক্ষ এবং গার্লস গাইড অফিস। তাছাড়া অত্র ভবনে পূর্বদিকে নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত রয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য ওয়াসব্লক

 

পাঁচতলা ভবনের নিচে পশ্চিম পাশে একটি শেড তৈরি করে দশটি পানির কল বসিয়ে ছাত্র-ছাত্রীদের জন্য হাতমুখ ধোয়ার সুব্যবস্থা করা হয়েছে। তিনতলা ভবনের তিনতলায় এবং নিচতলায় পানির লাইনে ফিল্টার বসিয়ে করা হয়েছে বিশুদ্ধ পানির সুব্যবস্থা। কোভিড-১৯ অতিমারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রাখার লক্ষে বিদ্যালয়ের প্রবেশদ্বারে দুটি পয়েন্টে হাত ধোয়ার সুব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়টিতে রয়েছে পরিবেশ বান্ধব অসংখ্য ফলজবনজ ও ঔষধী বৃক্ষ। তিনটি ভবনের মাঝে রয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য খেলার মাঠ। প্রতিটি ভবনেই রয়েছে পানি সরবরাহ ব্যবস্থা ও বৈদ্যুতিক লাইন।

 

ছাত্র-ছাত্রীদের টিফিন তৈরির জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কোনো ক্যাফেটেরিয়া ভবন না থাকলেও একটি টিনশেড ঘরে গ্যাস লাইন সংযোগ দিয়ে শিক্ষার্থীদের মধ্যাহ্নকালীন টিফিন কর্মসূচী চালু আছে।

 

 

ভৌত অবকাঠামো
Related Topics