তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা

EIIN Number : 108522

Notice

Admission Notice | ১ম অপেক্ষমান তালিকা থেকে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা | বার্ষিক কর্মসম্পাদন চুক্তি | Student Profile Form | ৭ম শ্রেণির মূল্যায়ন সময়সূচি | ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের সময়সীমা বৃ্দ্ধিকরণ | শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার বিষয়ে ব্যাখ্যা | নোটিশ- বার্ষিক পরীক্ষার আসন বিন্যাসের জন্য শ্রেণি কার্যক্রম | নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। | বার্ষিক পরীক্ষার রুটিন-২০২৩ | ভর্তি বিজ্ঞপ্তি - ২০২৪ | ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন রুটিন-২০২৩ | শীতকালীন সময়সূচি (১লা অক্টোবর থেকে কার্যকর) | ডেঙ্গু প্রতিরোধে করণীয় | ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকা সংশোধনী প্রসঙ্গে | নিত্য নতুন আপডেট পেতে ফেসবুকে যুক্ত হউন |

সহপাঠক্রমিক কার্যক্রম

বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যক্রম অত্যন্ত চমৎকার। প্রতি বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক মিলাদ মাহফিল, বার্ষিক বিদায় সংবর্ধনা জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলার লক্ষে আয়োজন করা হয় বিজ্ঞান মেলার।

বিদ্যালয়টিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণের তত্বাবধানে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে ‘যথাসাধ্য চেষ্টা’ করার প্রত্যয়ে কাব স্কাউট, ‘সদা প্রস্তুত’ প্রত্যয়ে বয় স্কাউট, গার্ল ইন স্কাউট ও গার্ল গাইড, ‘আর্ত মানবতার সেবা’ করার প্রত্যয়ে যুব রেড ক্রিসেন্ট ছাত্র ও যুব রেড ক্রিসেন্ট ছা্ত্রী ইউনিটের নেতৃত্বমূলক স্বেচ্ছাসেবী কার্যক্রম। ইউনিটের সদস্যগণ  প্রতি বছরই অংশ নিয়ে থাকে বহুল আকাঙ্খিত বার্ষিক গ্রুপ ক্যাম্প, আঞ্চলিক ক্যাম্প, জাতীয় ক্যাম্প, কাব ক্যাম্পুরি, স্কাউট জাম্বুরি, পারদর্শিতা ব্যাজ কোর্স ইত্যাদি অনুষ্ঠানে। জাতীয় এবং রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠানসহ সরকারি-বেসরকারি সকল কর্মকান্ডে এরা অংশ নিয়ে থাকে স্বেচ্ছাসেবী হিসেবে। দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এরা দাঁড়াচ্ছে দূর্গতদের পাশে। বিদ্যালয়ের যে কোন অনুষ্ঠান এদের পদভারে মুখরিত হয়ে উঠে। স্কাউট গ্রুপের সদস্যগণ প্রতি বছরই শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জনসহ থানা ও জেলা পর্যায়ে সেরা স্কাউটের মর্যাদা লাভ করে আসছে। সেরা ইউনিট লিডার, সেরা স্কাউট ইউনিটের কৃতিত্ব  অর্জন করে আসছে অত্র বিদ্যালয়ের স্কাউট গ্রুপ। দেশের বাইরে বিশ্ব জাম্বুরিতেও অংশ নিয়ে থাকে এ গ্রুপের সদস্যগণ।  সাধারনত প্রতি শিক্ষাবর্ষের শুরুতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ইউনিটসমূহে সদস্য হিসেবে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি ফরম বিতরণ করা হয়। ইউনিটসমূহের পোশাক নিজ খরচে বানাতে হয়। তবে ইউনিট থেকে এ বিষয়ে পোশাকের নমুনাসহ যাবতীয় পরামর্শ দেওয়া হয়।

ছাত্র-ছাত্রীদের মননশীল ও সৃজনশীল মেধাবিকাশের লক্ষে বই পড়া প্রবণতা বৃদ্ধির জন্য বিদ্যালয়টিতে চালু আছে লাইব্রেরি কার্যক্রম। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিও রয়েছে বিদ্যালয়টিতে।

ছাত্রীদের আত্মরক্ষামূলক পারদর্শিতা বৃদ্ধির জন্য চালু করা হয়েছে কারাতে প্রশিক্ষণ । গবেষনামূলক চিন্তার চাষ, খেলনা ব্যাংক নামক প্রকল্পও চালু আছে বিদ্যালয়টিতে

জঙ্গিবাদ বিরোধী ও মাদক বিরোধী কমিটি, দুদকের পরিচালনায় সততা স্টোর নামক কার্যক্রমও চালু আছে বিদ্যালয়টিতে

 

 

সহপাঠক্রমিক কার্যক্রম
Related Topics